Pages

Sunday, September 25, 2011

তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা

পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালক, স্পনসর ও শেয়ার হোল্ডারদের পাঁচ শতাংশের বেশি শেয়ার থাকলে তা বিক্রি নিষিদ্ধ করেছে এসইসি।

বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইন ১৯৬৯-এর সেকশন-২০ (এ)-এর অধীনে এ আদেশ জারি করে এসইসি। পুনরায় নিদের্শ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এ সম্পর্কে এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, অতি শিগগির এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

তিনি বলেন, স্টেক হোল্ডারদের সঙ্গে এসইসির বৈঠকে স্টেক হোল্ডাররা এসইসিকে বেশ কিছু সুপারিশ করেন। তাদের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১

http://www.banglanews24.com/detailsnews.php?nssl=5c534e38bfe3a40ae51f7b425a4b95db&nttl=2011092104053658835&toppos=1

No comments:

Post a Comment