Pages

Wednesday, September 28, 2011

মার্জিন ঋণের বিষয়ে বৃহস্পতিবার ঘোষণা আসবে [decision on margin loan for investors will come thursday]

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মার্জিন ঋণের বিষয়ে বৃহস্পতিবার ঘোষণা আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান।

এছাড়া বাজার থেকে কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা একটি নির্দিষ্ট মূল্যে ওই কোম্পানির শেয়ার কিনতে চান বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার গুলশান ক্লাবে বিএপিএলসির নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, "যারা মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনেছেন, তারা খুবই সমস্যায় আছেন। একদিকে তাদের শেয়ারের মূল্য কমছে। অন্যদিকে ঋণের সুদ বাড়ছে। এ সমস্যায় যারা আটকে আছেন তাদেরকে বের হওয়ার একটা পথ করে দিতে হবে। আবার মার্জিন ঋণ দিয়ে মার্চেন্ট ব্যাংকগুলোও সমস্যায় আছে।" "অনেক বিনিয়োগকারী আটকে থাকায় পুঁজিবাজার একটু বাড়লেই বিক্রির চাপ আসছে। এতে বাজার পড়ে যাচ্ছে," বলেন তিনি।

তিনি বলেন, "এর সমাধান নিয়ে বিএপিএলসি কাজ করছে। এর সঙ্গে নীতিগত সমর্থন দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস ও বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন। আগামীকাল ডিএসই বোর্ড মিটিংয়ে বিষয়টা উঠবে। সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ শিল্প ও বনিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাহী কমিটির সভাশেষে এ বিষয়ে সিদ্ধান্ত প্রকাশ করা হবে।"

পুঁজিবাজারে আস্থার সংকট রয়েছে দাবি করে তিনি বলেন, "তারল্য সংকটের চেয়েও বড় হলো আস্থার সমস্যা।" সালমান এফ রহমান বলেন, "কোম্পানির উদ্যোক্তা/পরিচালকরা বাজার থেকে একটা নির্দিষ্ট দামে ওই কোম্পানির শেয়ার কিনতে চায়। এজন্য এসইসিকে চিঠি পাঠানো হয়েছে।"

তিনি বলেন, "এভাবে শেয়ার কিনতে পারলে একটা নির্দিষ্ট দামের নীচে ওই কোম্পানির মূল্য নামবে না। কারণ একটা নির্দিষ্ট মূল্য দিয়ে শেয়ার কেনার ঘোষণা দেওয়া হবে। এরফলে ওই মূল্যের কমে কেউ শেয়ার বিক্রি করবে না।"  ১৫ থেকে ২০ টা কোম্পানির পরিচালক তাদের নিজস্ব কোম্পানির শেয়ার বাজার থেকে কিনে নিতে চেয়েছেন জানিয়ে তিনি বলেন, "বাজারে দারপতন ঠেকাতেই এটা করা হচ্ছে।"

এভাবে কত শেয়ার কেনা হবে জানতে চাওয়া হলে তিনি বলেন, "একটা কোম্পানির পরিচালক বলেছেন, প্রয়োজনে বাজার থেকে তিনি তার কোম্পানির সব শেয়ার কিনে নিতে চান।"
NEWS SOURCE

No comments:

Post a Comment