Pages

Friday, September 30, 2011

স্বর্ণের দাম আরও কয়েক মাস নিম্নমুখী থাকবে

এক দশক ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে, যা যেকোনো সম্পদের ক্ষেত্রে একটি অস্বাভাবিক ঘটনা। তবে রেকর্ড পরিমাণ বাড়ার পর গত সপ্তাহে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। বিনিয়োগ খাতের গুরু হিসেবে পরিচিত রজার্স হোল্ডিংয়ের চেয়ারম্যান জিম রজার্সের মতে, স্বর্ণবাজারে নিম্নমুখী প্রবণতা আরও কয়েক মাস স্থায়ী হতে পারে। খবর ইকোনমিক টাইমসের।
এ বছরে স্বর্ণের দাম প্রতি আউন্স ২ হাজার ডলার ছাড়াবে কি না, এ প্রশ্নের জবাবে জিম রজার্স বলেন— এ বছরে কি ঘটবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে চলতি বছরের মধ্যে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ডলার হবে কি না, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তার মতে, স্বর্ণবাজারে নিম্নমুখী প্রবণতা আরও কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস স্থায়ী হতে পারে। তবে তিনি বলেন, দাম যদি এখন আরও কমে, তা হলেও আমি আরও স্বর্ণ কিনব। গত সপ্তাহে রুপার দামও কমেছে প্রায় ২৪ শতাংশ।
এখন তিনি রুপা কিনবেন কি না, এ সম্পর্কে জিম রজার্স বলেন— এখনই কিনব না। তবে দাম আরও কমে গেলে রুপাও কিনব। তিনি বলেন, যদি আপনি স্বল্পমেয়াদি বিনিয়োগকারী না হন, তবে রুপা বিক্রি করবেন না। তার মতে, আগামী কয়েক বছরে স্বর্ণ ও রুপার দাম আরও বাড়বে। স্বর্ণ ও রুপার সাম্প্রতিক দরপতন সম্পর্কে তিনি বলেন, উদ্বেগ ও ভীতি থেকে এ অবস্থা তৈরি হচ্ছে। যখন বাজারে অস্থিরতা তৈরি হয়, তখন স্বর্ণ ও রুপার ওপর বিনিয়োগ ধরে রাখা আরও কঠিন হয়ে যায়।
এদিকে গতকাল বৃহস্পতিবার এশিয়ার বাজারে স্বর্ণের দাম আরও এক দফা কমেছে। সিঙ্গাপুরে স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ৬০২ দশমিক ৮৪ ডলারে লেনদেন হয়। অন্যদিকে নিউইয়র্কে নাইমেক্সে ডিসেম্বরে সরবরাহের জন্য প্রতি আউন্সের দাম ১ হাজার ৬০৯ দশমিক ৪ ডলারে লেনদেন হয়।
বিশ্লেষকরা জানান, ইউরোপের দেশগুলোতে ঋণসংকটের সমাধান নিয়ে বিভিন্ন উদ্যোগ ও ডলার মূল্যমান বেড়ে যাওয়ায় স্বর্ণের বাজার নিম্নমুখী হচ্ছে।

No comments:

Post a Comment