Pages

Thursday, September 29, 2011

CDBL চার্জ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি

সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পরিচালনা পর্ষদের সভায় চার্জ কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অধিকাংশ পরিচালক অনুপস্থিত থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পরিচালনা পর্ষদ। ফলে আবারও চার্জ কমানোর বিষয়টি
ঝুলে গেছে।
গতকাল বুধবার সিডিবিএলের চার্জ যৌক্তিক পর্যায়ে আনার লক্ষ্যে পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান উপস্থিত ছিলেন না। গুরুত্বপূর্ণ এ তিন সদস্য উপস্থিত না থাকায় চার্জ কমানোর বিষয়ে পরিচালনা পর্ষদ কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে স্বল্প পরিসরের ওই বৈঠকে কোনো ধরনের সিদ্ধান্তে উপনীত না হওয়ায় আরেক দফা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে বর্তমান পতনমুখী বাজারের প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে আগামী বৈঠকে চার্জ কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবে সিডিবিএলের পরিচালনা পর্ষদ।
এ বিষয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সভাপতি ও সিডিবিএলের পরিচালক ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, শিগগিরই আরেক দফা বৈঠকের মাধ্যমে চার্জ কমানোর বিষয়টি সুরাহা করা হবে। তবে কবে বা কত দিনের মধ্যে আরেক দফা বৈঠক বসবে সে বিষয়ে তিনি কিছুই জানাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক সিডিবিএলের অন্য এক পরিচালক জানান, সিডিবিএলের মোট চার্জের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমানো হতে পারে। তবে সেটা আলোচনার ভিত্তিতে। কিন্তু গতকালের বৈঠকে বেশির ভাগ পরিচালক অনুপস্থিত থাকায় ওই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত ২৭ জুন সিডিবিএলের পরিচালনা পরিষদের সদস্যদের শেয়ার সংরক্ষণ ও লেনদেনের জন্য বিভিন্ন ধরনের ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার অনুরোধ জানায় এসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। চেয়ারম্যানের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিডিবিএল পরিচালনা পরিষদের সদস্যরা ৩ জুলাইয়ের মধ্যে বিভিন্ন ধরনের চার্জ কমানোর ব্যাপারে নীতিনির্ধারণ করা হবে বলে জানানো হয়। এ লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়। কিন্তু বিভিন্ন জটিলতা থাকায় ঘোষিত সময়ের মধ্যে কমিটি বিভিন্ন ধরনের ফি যৌক্তিক পর্যায়ে আনার বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।
News Source

No comments:

Post a Comment