Pages

Tuesday, September 27, 2011

আরেকটি পুঁজিবাজার চান সালমান এফ রহমান! [Salman F Rahman Proposes a new Stock Exchange Small Capital Companies]

পুঁজিবাজারে স্বল্প পরিশোধিত মূলধনী কোম্পানিগুলোর জন্য আরেকটি আলাদা স্টক এক্সচেঞ্জ করার পরামর্শ দিলেন লিস্টেড কোম্পানিজ অব বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সালমান এফ রহমান।

মঙ্গলবার দুপুরে গুলশান ক্লাবে অ্যাসোসিয়েশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে এ পরামর্শের কথা জানান।

তিনি বলেন, ‘স্বল্প পরিশোধিত মূলধনী কোম্পানিগুলোকে এ বাজারে অন্তর্ভূক্ত করা যেতে পারে। তাতে করে বিনিয়োগকারীরা ট্রেড করার সময় কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত হচ্ছে কি না তা সহজেই বুঝতে পারবে।’

মঙ্গলবার বাজারের নিম্নমুখী অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘বাজারকে সাপোর্ট দিতে হবে। এজন্য এসইসিকে কিছু আইন স্থিতিশীল করতে হবে। উদ্যোক্তা পরিচালকরা শেয়ার কিনে যাতে মার্কেটকে সাপোর্ট দিতে পারে, তার জন্য আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়টি এসইসিকে লিখিতভাবে জানাব।’

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১
News Source

No comments:

Post a Comment