প্রিমিয়াম হার নির্ধারণ নিয়ম অমান্য করায় আরও তিন সাধারণ বীমা কোম্পানিকে ২০ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সিটি জেনারেল ইন্স্যুরেন্স, পাইওনিয়ার জেনারেল ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং এসব প্রতিষ্ঠানের ব্যব¯’াপনা পরিচালক, সংশ্লিষ্ট শাখার শাখা ব্যব¯’াপক ও কর্মকর্তাকে গত মঙ্গলবার এ জরিমানা করা হয়েছে। এর আগে অগ্রণী, পিপলস ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিকে একই অপরাধে জরিমানা করে আইডিআরএ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব বীমা কোম্পানি নির্ধারিত প্রিমিয়াম হারের চেয়ে কম প্রিমিয়াম ধার্য করে বীমা ঝুঁকি গ্রহণ করেছে। বিশেষ করে এলসির বিপরীতে বীমা করতে গিয়ে ব্যাপকভাবে ট্যারিফ রেট সংক্রান্ত নিয়ম ভঙ্গ করছে কোম্পানিগুলো। এ ধরনের কার্যক্রম বন্ধে আইডিআরএ সার্কুলার জারি করলেও কোম্পানিগুলো তা মানেনি। নিয়ম বহির্ভূতভাবে প্রিমিয়াম ধার্য করার অভিযোগে প্রতিটি বীমা কোম্পানিকে ৫ লাখ টাকা, ব্যব¯’াপনা পরিচালককে ১ লাখ টাকা, শাখা ব্যব¯’াপককে ৫০ হাজার টাকা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফলে প্রত্যেকটি কোম্পানিকে সব মিলিয়ে ৬ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে। আইডিআরএ কার্যালয়ে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক শুনানিতে এ জরিমানা করা হয়। বীমা আইন-২০১০-এর ১৭, ৬০ ও ১৩০ ধারায় এসব জরিমানা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এমডি একেএম সরওয়ার্দি চৌধুরী বলেন, একদিকে গ্রাহকরা কম খরচে কাজ করতে চায়; অন্যদিকে কোম্পানিগুলোর মধ্যেও প্রতিযোগিতা রয়েছে। ফলে অনেক সময় গ্রাহকের চাপে কোম্পানি বাধ্য হয়ে ট্যারিফ রেট বিষয়ক নিয়ম ভাঙতে বাধ্য হয়। তবে এটা অনিয়ম। তিনি বলেন, এ জন্য শুধু কোম্পানিগুলোকে চাপ দিলে হবে না, পাশাপাশি গ্রাহকদেরও আইন অনুযায়ী কাজ করার বিষয়ে উৎসাহিত করতে হবে।
http://businesstimes24.com/?p=2174
http://businesstimes24.com/?p=2174
No comments:
Post a Comment