Pages

Sunday, October 2, 2011

বিনিয়োগকারীরা বাংলাদেশ ফান্ডে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন

গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারে ভয়াবহ ধসের পর বাজারে স্থিতিশীলতা আনার লক্ষ্যে ‘বাংলাদেশ ফান্ড নামে’ পাঁচ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়। ফান্ডটির মূল উদ্যোক্তা রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সহ উদ্যোক্তা হিসেবে রয়েছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), জীবন বিমা করপোরেশন, সাধারণ বিমা করপোরেশন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। এরই মধ্যে উদ্যোক্তা অংশের দেড় হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। বাকি তিন হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। আজ থেকে ফান্ডের ইউনিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল। তবে বিশেষ কারণে ১০ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। এ নিয়ে প্রথম আলো অনলাইনের সঙ্গে কথা বলেছেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান। এতে উঠে এসেছে বাংলাদেশ ফান্ডের বিভিন্ন দিক।


প্রথম আলো: বাংলাদেশ ফান্ডের ইউনিটের লেনদেন কবে থেকে শুরু হবে?
ফায়েকুজ্জামান: আজ রোববার থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে একজন বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে ফান্ডের ইউনিট বিক্রি উদ্বোধন করাতে চাচ্ছি। তাই ১০ অক্টোবর এটা শুরু হবে বলে আশা করছি। দেশের ও দেশের বাইরের বিনিয়োগকারীদের বাংলাদেশ ফান্ডে বিনিয়োগে আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম আলো: ফান্ডটির উদ্যোক্তাদের অংশের কী অবস্থা?
ফায়েকুজ্জামান: মোট পাঁচ হাজার কোটি টাকার এই ফান্ডের দেড় হাজার কোটি টাকা দেবে উদ্যোক্তারা। এই দেড় হাজার কোটি টাকা সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এই টাকা সংগ্রহ সম্পন্ন হবে।

প্রথম আলো: মিউচুয়াল ফান্ডটির আকার কত হবে?
ফায়েকুজ্জামান: মিউচুয়াল ফান্ডটির প্রাথমিক আকার পাঁচ হাজার কোটি টাকা। এটি অমেয়াদি মিউচুয়াল ফান্ড হওয়ায় পরে এর আকার আরও বাড়বে।

প্রথম আলো: ফান্ডটি গঠনে সব পক্ষের সহযোগিতা পাওয়া গেছে কি?
ফায়েকুজ্জামান: ফান্ডটি গঠনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (এসইসি) সংশ্লিষ্ট সব পক্ষই সার্বিকভাবে সহযোগিতা করেছে। এ ছাড়া উদ্যোক্তাদের পক্ষ থেকেও আশানুরূপ সহযোগিতা পাওয়া গেছে।

প্রথম আলো: বাংলাদেশ ফান্ড বাজারে কেমন প্রভাব ফেলবে বলে আশা করেন?
ফায়েকুজ্জামান: পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছি। এই টাকা দিয়ে খারাপ মুহূর্তে বাজারে সাপোর্ট দেওয়া হবে। এতে বাজারের স্থিতিশীলতা ত্বরান্বিত হবে।

প্রথম আলো: বিনিয়োগকারীদের উদ্দেশে কী বলবেন?
ফায়েকুজ্জামান: যেকোনো বিনিয়োগকারী এই মিউচুয়াল ফান্ডে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন। এমনকি বিনিয়োগকারীরা এখান থেকে আশানুরূপ লাভবান হবেন বলে আশা করি। প্রবাসী বাংলাদেশিরাও নিশ্চিন্তে এই ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।

News Source


No comments:

Post a Comment