Pages

Tuesday, October 25, 2011

এই মুহূর্তে লেনদেন নিষ্পত্তি হওয়ার সময় কমছে না

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই মুহূর্তে লেনদেন নিষ্পত্তি হওয়ার সময়সীমা কমানো হচ্ছে না। বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে পরে বিষয়টি কার্যকর হবে। আজ মঙ্গলবার ডিএসইর পরিষদ সভায় (বোর্ড মিটিং) এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঈদের পরের বুধ ও বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।
ডিএসইর সভাপতি শাকিল রিজভী জানান, বাজারের অবস্থা ভালো না হওয়ায় এই মুহূর্তে লেনদেন নিষ্পত্তি হওয়ার সময়সীমা কমানো হচ্ছে না। বাজার স্বাভাবিক হলে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এর আগে দুই স্টক এক্সচেঞ্জের সুপারিশের পরিপ্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) লেনদেন নিষ্পত্তি হওয়ার সময়সীমা টি+৩ থেকে টি+২-তে কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। তবে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য দুই স্টক এক্সচেঞ্জকে দায়িত্ব দেয় এসইসি। এরই পরিপ্রেক্ষিতে ডিএসইর পর্ষদ সভায় বিষয়টি পরে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী জানান, আসন্ন পবিত্র কোরবানির ঈদের পর বুধ ও বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ঈদ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই ঈদ ৭ অথবা ৮ নভেম্বর হতে পারে। আজকের বৈঠকে ৯ ও ১০ নভেম্বর অর্থাত্ বুধ ও বৃহস্পতিবার লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

No comments:

Post a Comment