Pages

Tuesday, October 11, 2011

পুঁজিবাজারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা নিজের দোষেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সে দোষ এসে পড়েছে সরকারের ঘাড়ে।

প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা নিজের দোষেই ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সে দোষ এসে পড়েছে সরকারের ঘাড়ে। এভাবে নিজের দোষ অন্যের উপর চাপানো ঠিক না। তিনি আরও বলেন, পর্যাপ্ত তথ্যের ভিত্তিতে ধৈর্য ধরে দীর্ঘ সময় পুঁজিবাজারে বিনিয়োগ করতে হয়। তার পরই সফলতা আসে।

সোমবার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল মিলনায়তনে ‘বাংলাদেশ ফাণ্ড’ এর ইউনিট বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা বাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না, বাজারের তথ্য বিশ্লেষণ করেন না, গুজবের উপর ভিত্তি করে বিনিয়োগ করেন, তারাই ক্ষতিগ্রস্ত হন, পুঁজি হারান।

বাংলাদেশ ফান্ড পুঁজিবাজারের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ্ করে ড. মশিউর রহমান বলেন, এই ফান্ড বাজারে তারল্য সরবরাহ বৃদ্ধি করবে। এতে বাজার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। বিনিয়োগকারীগণ লাভবান হবেন।  ফান্ডের পরিচালকদের উদেশ্য করে তিনি বলেন, নিয়ম মেনে সঠিকভাবে বিনিয়োগ করবেন। দ্রুত মুনাফার পিছনে ছুটবেন না।

অর্থনৈতিক উপদেষ্টা বলেন, আমাদের শেয়ারের লট বিতরণ সব সময় দুর্নীতিমুক্ত থাকে। কারণ আমি আমার নিজের বন্ধুর কোম্পানির শেয়ারের লট কেনার জন্য আবেদন করেও পাইনি। দুর্নীতি হলে নিশ্চয় পেতাম। পুঁজিবাজারের তথ্য পাচার দণ্ডনীয় অপরাধ উল্লেখ্ করে তিনি বলেন, পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকর্তা যারা তথ্য পাচার করেন, অন্যের অর্থ ব্যবহার করে লাভবান হয়েছেন নিশ্চয় তারা দণ্ডনীয় অপরাধ করেছেন।

আইসিবি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, আইসিবির ব্যাবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান প্রমুখ।

News Source


No comments:

Post a Comment