Pages

Sunday, October 9, 2011

শেয়ার বাজারে বাড়ছে বিদেশী বিনিয়োগ

শেয়ার বাজারে  বিদেশী বিনিয়োগ দিন দিন বাড়ছে। উদীয়মান অর্থনীতির দেশ হিসাবে বাংলাদেশে ইতিমধ্যে বেশ কয়েকটি বিদেশী প্রতিষ্ঠান বিনিয়োগ করছে। পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠান বনিয়োগের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, দক্ষিণ এশিয়ার শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ড গঠন করা হচ্ছে। বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার শেয়ারবাজারে এ ফান্ড বিনিয়োগ করা হবে। দক্ষিণ এশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধির কথা মাথায় রেখে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকায় ২০ কোটি ডলার (১ হাজার ৫০০ কোটি টাকা) বিনিয়োগ করবে অরিওস ক্যাপিটাল লিমিটেড। বিনিয়োগকারীদের হিসাব পরিচালনাকারী একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ ২ শতাংশেরও কম।
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান প্রাইম ফিনান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মঈন আল কাসেম বলেন, ফান্ডটি গঠনের উদ্যোগ ভালো। তবে আইনি কিছু সমস্যা আছে। এ সমস্যা দূর করা দরকার। ফান্ডটির কার্যক্রম শুরু হলে তারা আমাদের বাজারের কমদামি শেয়ারগুলো কিনবে। এতে বাজারে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে তিনি মনে করেন।

এছাড়া সাউথ এশিয়ান ফেডারেশন অব এক্সচেঞ্জেস (এসএএফই) বিনিয়োগের পরিকল্পনা নেয়। বাংলাদেশের শেয়ারবাজারে প্রথম বিনিয়োগ শুরু করে বিশ্বের বৃহত্তম ফান্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ফ্রাঙ্কলিন টেমপেস্নটনও বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করে। গত জুলাইয়ে এই প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ কার্যক্রম শুরু করে। আয়ারল্যান্ডভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসলস্টোন ম্যানেজমেন্ট কোম্পানি গতবছরের অক্টোবরে নেক্সট-১১ ইমার্জিং মার্কেটস ফান্ড চালু করে।

জানা গেছে, ২০০৫ সালে গোল্ডম্যান স্যাক্স বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তির ১১টি (নেক্সট-১১) দেশের অন্যতম হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করে। ওয়েবসাইট সূত্রে জানা গেছে, নেক্সট-১১ দেশগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের জন্য গোল্ডম্যান স্যাক্স নেক্সট-১১ ইকুইটি ফান্ড নামে একটি তহবিল গঠন করে। ওই তহবিলের একটি অংশ বাংলাদেশে বিনিয়োগ করা হচ্ছে।

ফ্রাঙ্কলিন টেমপেস্নটন গত জুলাইয়ে বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ কার্যক্রম শুরু করে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির টেমপেস্নটন ফ্রন্টিয়ার মার্কেটস ফান্ডের একটি অংশ এদেশে বিনিয়োগ করা হচ্ছে।

আয়ারল্যান্ডভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ক্যাসলস্টোন ম্যানেজমেন্ট কোম্পানি গতবছরের অক্টোবরে নেক্সট-১১ ইমার্জিং মার্কেটস ফান্ড চালু করে। ইতোমধ্যেই এ প্রতিষ্ঠান বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ কার্যক্রম শুরু করে। নেক্সট-১১ ইমার্জিং মার্কেটস ফান্ডের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ফান্ডটির বিনিয়োগযোগ্য অর্থের পরিমাণ ২ কোটি ২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এ তহবিলের ২ দশমিক ১৮ শতাংশ বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে। বর্তমানে ফান্ডের পোর্টফোলিওতে সবচেয়ে বেশি শেয়ার আছে (টপ টেন হোল্ডিংস) এমন ১০টি কোম্পানির তালিকায় বাংলাদেশের একটি কোম্পানির অবস্থান সপ্তম।

ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, শেয়ার মূল্য দরপতন হয়ে অনেক নিচে নেমে গেছে। কম দামে শেয়ার কেনার জন্য বিদেশি কোম্পানি আসবে_ এটাই স্বাভাবিক। বিদেশি কোম্পানি দেশের শেয়ারবাজারে বিনিয়োগ করলে বাজারের গভীরতা বাড়বে। ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী বলেন, বিদেশি কোম্পানি বিনিয়োগ করলে বাজার সম্প্রসারিত হবে।

News Source


No comments:

Post a Comment