শেয়ারবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে “নেক্সট জেনারেশন ট্রেডিং সিস্টেম” চালু করতে যাচ্ছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আগামী বৃহস্পতিবার এ সফ্টওয়্যারটি উদ্বোধন করা হবে।
এ বিষয়ে সিএসই’র সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ অর্থনীতি প্রতিদিনকে জানান, বর্তমানে প্রচলিত পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি প্রযুক্তি ছাড়াও “নেক্সট জেনারেশন ট্রেডিং সিস্টেম” এ থাকছে আধুনিক ওয়েব প্রটোকল। এতে ট্রেডিংয়ের কানেক্টিভিটি সংক্রান্ত যে কোন প্রকার জটিলতার অবসান ঘটবে। এই প্রযুক্তির মাধ্যমে বিনিয়োগকারীরা মোবাইল ফোন, ল্যাপটপ ও আইপ্যাড, অফিসে কিংবা বাসায় বা যে কোন জায়গা থেকেই বিস্তারিত তথ্যের ভিত্তিতে সরাসরি অনলাইন রিয়েল টাইমে (সঠিক সময়) ট্রেডিংয়ে অংশ গ্রহণ করতে পাবেন। এতে করে সিএসই’র ইন্টারনেট ট্রেডিং সিস্টেমে যে অপূর্ণাতা রয়েছে তা অবশেষে পূর্ণতা পাবে। যদিও অনেক আগে থেকেই সিএসইতে ইন্টারনেট ট্রেডিং চালু ছিল। যা সিএসইকে সম্পূর্ন অনলাইন করতে সহায়তা করবে।
তিনি বলেন, এটি একটি অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সফ্টওয়্যার। এই সিস্টেম আগের অন্যান্য সফ্টওয়্যারের তুলনায় প্রায় শতগুণ ক্ষমতা সম্পন্ন। যা বিনিয়োগকারীদের লেনদেনে বিশেষ সহায়তা করবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এ সিস্টেম চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এই আন্তর্জাতিক মানসম্পন্ন সফ্টওয়্যারটির উদ্বোধনের আগ পর্যন্ত মক ট্রেডিং চালু থাকবে। প্রথম পর্যায়ে সিএসই র্শীর্ষ ২০ সিকিউরিটিজ হাউজকে এ প্রযুক্তি ব্যবহার আওতায় আনা হয়েছে। পরে পর্যায়ক্রমে অন্যান্য সকল সিকিউরিটিজ হাউজ গুলোকে এ প্রযুক্তির আওতায় আনা হয়েছে। তাই এই সফ্টওয়্যারটি চলতি মাসের ১৩ তারিখে থেকে চালু করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে সিএসই’র সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ অর্থনীতি প্রতিদিনকে জানান, বর্তমানে প্রচলিত পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি প্রযুক্তি ছাড়াও “নেক্সট জেনারেশন ট্রেডিং সিস্টেম” এ থাকছে আধুনিক ওয়েব প্রটোকল। এতে ট্রেডিংয়ের কানেক্টিভিটি সংক্রান্ত যে কোন প্রকার জটিলতার অবসান ঘটবে। এই প্রযুক্তির মাধ্যমে বিনিয়োগকারীরা মোবাইল ফোন, ল্যাপটপ ও আইপ্যাড, অফিসে কিংবা বাসায় বা যে কোন জায়গা থেকেই বিস্তারিত তথ্যের ভিত্তিতে সরাসরি অনলাইন রিয়েল টাইমে (সঠিক সময়) ট্রেডিংয়ে অংশ গ্রহণ করতে পাবেন। এতে করে সিএসই’র ইন্টারনেট ট্রেডিং সিস্টেমে যে অপূর্ণাতা রয়েছে তা অবশেষে পূর্ণতা পাবে। যদিও অনেক আগে থেকেই সিএসইতে ইন্টারনেট ট্রেডিং চালু ছিল। যা সিএসইকে সম্পূর্ন অনলাইন করতে সহায়তা করবে।
তিনি বলেন, এটি একটি অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সফ্টওয়্যার। এই সিস্টেম আগের অন্যান্য সফ্টওয়্যারের তুলনায় প্রায় শতগুণ ক্ষমতা সম্পন্ন। যা বিনিয়োগকারীদের লেনদেনে বিশেষ সহায়তা করবে এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এ সিস্টেম চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। এই আন্তর্জাতিক মানসম্পন্ন সফ্টওয়্যারটির উদ্বোধনের আগ পর্যন্ত মক ট্রেডিং চালু থাকবে। প্রথম পর্যায়ে সিএসই র্শীর্ষ ২০ সিকিউরিটিজ হাউজকে এ প্রযুক্তি ব্যবহার আওতায় আনা হয়েছে। পরে পর্যায়ক্রমে অন্যান্য সকল সিকিউরিটিজ হাউজ গুলোকে এ প্রযুক্তির আওতায় আনা হয়েছে। তাই এই সফ্টওয়্যারটি চলতি মাসের ১৩ তারিখে থেকে চালু করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
News Source
DSE te kobe airokom start hobe?
ReplyDeleteAmr Mona Securities a Account asee so ami kivabe CSE te trade korte pari?