Pages

Wednesday, October 19, 2011

জিবিবি পাওয়ারের আইপিও অনুমোদন - IPO of GBB Power Limited

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিবিবি পাওয়ার লিমিটেডের আইপিও প্রোসপ্রেক্টাস অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

মঙ্গলবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ জানান।

তিনি সাংবাদিকদের বলেন, ২ কোটি ৫ লাখ শেয়ার ছেড়ে জিবিবি পাওয়ার পুঁজিবাজার থেকে ৮২ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। এর সঙ্গে ৩০ টাকা প্রিমিয়াম যোগ করে ইস্যুমূল্য হবে ৪০ টাকা।

প্রতিষ্ঠানটি তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ২ টাকা ৮৩ পয়সা। ইস্যু ম্যানেজার হিসাবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

প্রোসপেক্টাসে বলা হয়েছে, জিবিবি পাওয়ার লিমিটেডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আইপিও পূর্ব পরিশোধিত মূলধন ৩ কোটি কোটি ৪৯ লাখ ৯ হাজার ৯৯০ টাকা।

২০০৬ সালের ১৭ অক্টোবর জিবিবি পাওয়ার লিমিটেড নিবন্ধিত হয়। ২০০৮ সালের ৮ এপ্রিল পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে তালিকাভুক্তির পর ১৭জুন থেকে প্রতিষ্ঠানটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

২০০৭ সালের ১৭ জুন বগুড়ায় একটি ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার গ্যাস চালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্যে সরকারের সঙ্গে চুক্তি করে প্রতিষ্ঠানটি। 

No comments:

Post a Comment