Pages

Thursday, October 6, 2011

 আইসিবির আট মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ল

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনাধীন আটটি মিউচুয়াল ফান্ডের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। তবে বিএসআরএস মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় গতকাল বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং আইসিবির আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।
এসইসি ২০০৯ সালের ২৩ ডিসেম্বর আইসিবির পরিচালনাধীন মিউচুয়াল ফান্ড প্রথম আইসিবি, দ্বিতীয় আইসিবি, তৃতীয় আইসিবি, চতুর্থ আইসিবি, পঞ্চম আইসিবি, ষষ্ঠ আইসিবি, সপ্তম আইসিবি ও অষ্টম আইসিবি এবং প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ডসহ নয়টি মিউচুয়াল ফান্ডকে ২০১১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে অবসায়ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নির্দেশ দেয়। কিন্তু ফান্ডগুলোর গঠনকালীন আইন ও বাজারের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে বেশ কয়েকবার আইসিবি মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদ বাড়ানোর আবেদন করে। অর্থ মন্ত্রণালয়কেও বিষয়টি অবহিত করে আইসিবি।
জানা গেছে, শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের হস্তক্ষেপেই সময় বাড়াল এসইসি।
আসছে ৫০ কোটি টাকার আরও একটি মিউচুয়াল ফান্ড: এসইসি গতকাল ৫০ কোটি টাকার ১০ বছর মেয়াদি নতুন একটি মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে। ব্যবস্থাপনা ও উদ্যোক্তা প্রতিষ্ঠানের নাম মিলিয়ে ফান্ডটির নামকরণ করা হয়েছে ভিআইপিবিএনএলআই-প্রথম মিউচুয়াল ফান্ড। এটির মূল উদ্যোক্তা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আর ব্যবস্থাপনায় থাকছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
জানা গেছে, ৫০ কোটি টাকার মধ্যে উদ্যোক্তারা দেবে ১০ কোটি টাকা। আর বাকি ৪০ কোটি টাকার মধ্যে ৩০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও এবং ১০ কোটি টাকা প্রাক-আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হবে। ফান্ডটির অভিহিত মূল্য হবে ১০ টাকা। শিগগিরই এটি বাজারে আসবে।

News Source


No comments:

Post a Comment