ঢাকা, অক্টোবর ৩ - বাজার স্থিতিশীলকরণ তহবিলের (এমএসএফ) বিষয়ে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে আলোচনা করেছেন উদ্যোক্তারা।
সোমবার সকালে এসইসি চেয়ারম্যান ও সদস্যদের সাথে দেখা করেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, Bangladesh Association of Publicly Listed Companies র (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান ও Bangladesh Insurance Association সভাপতি শেখ কবির হোসেন।
SEC থেকে বের হওয়ার সময়, দুপুর ২টার দিকে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, "বাজার স্থিতিশীলকরণ তহবিল করার প্রক্রিয়া নিয়ে এসইসির সাথে আলোচনা করেছি।"
মার্জিন ঋণ সংকট কাটাতে ২৯ সেপ্টেম্বর বেসরকারি পর্যায়ে একটি মেয়াদহীন মিউচুয়্যাল ফান্ড গঠনের ঘোষণা দেওয়া হয়। FBCCI এর ব্যবস্থাপনায় বেসরকারি বিভিন্ন সংগঠন, সংস্থা বা ব্যক্তি এই ফান্ডে অংশ নিতে পারবে।
মার্জিন ঋণদাতা প্রতিষ্ঠান ও ঋণগ্রহিতার সম্মতিতে পোর্টফোলিও এই ফান্ডে হস্তান্তর করা হবে। বিনিময়ে ঋণগ্রহিতা একটি ইউনিট সার্টিফিকেট পাবেন। এটি স্টক এক্সচেঞ্জগুলোতে লেনদেন করা যাবে।
যেসব পোর্টফোলিও এই তহবিলে স্থানান্তর করা হবে, সেগুলোর ক্ষেত্রে অন্তত দুই বছর সুদ ও শ্রেণীকরণ স্থগিত করার জন্যে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানানো হবে।
প্রাথমিকভাবে এই ফান্ডের উদ্যোক্তা তহবিল হবে ৫০০ কোটি টাকা। তবে পরবর্তীতে এই তহবিল আরো বাড়নো যাবে।
News Source
সোমবার সকালে এসইসি চেয়ারম্যান ও সদস্যদের সাথে দেখা করেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, Bangladesh Association of Publicly Listed Companies র (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান ও Bangladesh Insurance Association সভাপতি শেখ কবির হোসেন।
SEC থেকে বের হওয়ার সময়, দুপুর ২টার দিকে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, "বাজার স্থিতিশীলকরণ তহবিল করার প্রক্রিয়া নিয়ে এসইসির সাথে আলোচনা করেছি।"
মার্জিন ঋণ সংকট কাটাতে ২৯ সেপ্টেম্বর বেসরকারি পর্যায়ে একটি মেয়াদহীন মিউচুয়্যাল ফান্ড গঠনের ঘোষণা দেওয়া হয়। FBCCI এর ব্যবস্থাপনায় বেসরকারি বিভিন্ন সংগঠন, সংস্থা বা ব্যক্তি এই ফান্ডে অংশ নিতে পারবে।
মার্জিন ঋণদাতা প্রতিষ্ঠান ও ঋণগ্রহিতার সম্মতিতে পোর্টফোলিও এই ফান্ডে হস্তান্তর করা হবে। বিনিময়ে ঋণগ্রহিতা একটি ইউনিট সার্টিফিকেট পাবেন। এটি স্টক এক্সচেঞ্জগুলোতে লেনদেন করা যাবে।
যেসব পোর্টফোলিও এই তহবিলে স্থানান্তর করা হবে, সেগুলোর ক্ষেত্রে অন্তত দুই বছর সুদ ও শ্রেণীকরণ স্থগিত করার জন্যে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানানো হবে।
প্রাথমিকভাবে এই ফান্ডের উদ্যোক্তা তহবিল হবে ৫০০ কোটি টাকা। তবে পরবর্তীতে এই তহবিল আরো বাড়নো যাবে।
News Source
No comments:
Post a Comment