পুঁজিবাজারকে স্থিতিশীল করতে ৫ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকর্স (বিএবি)।
সংগঠনের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার শনিবার জানান, রোববার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ তহবিল গঠনের ঘোষণা দেওয়া হবে। এই তহবিলের নাম হবে মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (এমএসএফ)। পুঁজিবাজারকে স্থিতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এই তহবিল পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অব্যাহত দরপতনের মুখে ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি’র পক্ষ থেকে পুঁজিবাজারে ব্যাংকের বিনোয়োগ বাড়ানোর ঘোষণার দুই দিনের মাথায় বিএবরি এই ঘোষণা এলো।
তবে বেসরকারি ব্যাংকগুলোর বিনিয়োগ বাড়ানোর সেই ঘোষণার সঙ্গে এই তহবিলের কোনো সম্পর্ক নেই বলে জানান মজুমদার।
তিনি বলেন, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াবে। আর আমরা বাজারে টাকার প্রবাহ বাড়াতে আলাদা এই তহবিল গঠন করছি।
তহবিল গঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, অতীতে দেশ ও জাতির যে কোনো দুর্যোগে বিএবি সবার আগে জনগণ ও সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। বর্তমানে পুঁজিবাজারে যে সংকট চলছে, তাতে বিএবির করণীয় নির্ধারণে রোববার জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই তহবিল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সকাল ১১টায় গুলশানে জব্বার টাওয়ারে বিএবির কার্যালয়ে হবে এ বৈঠক।
বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম আরো জানান, বাজার পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য প্রাথমিকভাবে আমরা এই তহবিল (এমএএফ) গঠনের সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে তহবিলের পরিমাণ আরও বাড়ানো হতে পারে।
News Source
No comments:
Post a Comment