পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেছেন, শেয়ারবাজারে কালো টাকা বিনিয়োগের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না।
বুধবার এসইসির সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এম খায়রুল হোসেন বলেন, সরকার একটি স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার চায়। এ লক্ষ্যেই পুর্নগঠিত এসইসি কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বেশকিছু আইন প্রণয়ন করা হয়েছে। তবে এর সুফল পেতে একটু সময় লাগবে।
এসইসি সঠিক পথে এগুচ্ছে এমন দাবি করে এম খায়রুল হোসেন বলেন, গত কয়েকদিন পুঁজিবাজারে দরপতনে সরকার বিচলিত হয়ে পড়েছে।
তিনি বলেন, সরকার পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণ অনুসন্ধান করতে এসইসিকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে এসইসি কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে।
এসইসির চেয়ারম্যান জানান, বুধবার সকালে এনবিআর’র চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছে এসইসির একটি প্রতিনিধি দল। তাতে শেয়ারবাজারে বিনিয়োগকৃত অর্থ আগের মত করমুক্ত রাখা, মিউচুয়াল ফান্ডের উপর আরোপিত ১০ শতাংশ কর প্রত্যাহার করা, ব্রোকারেজ হাউজগুলোর উপর ১০ পয়সা আরোপিত কর কমিয়ে আগের মত ৫ পয়সা করার অনুরোধ জানানো হয়।
http://banglanews24.com/detailsnews.php?nssl=0ebf8ab72300320714488d4aa61daa74&nttl=2011101262639
বুধবার এসইসির সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এম খায়রুল হোসেন বলেন, সরকার একটি স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার চায়। এ লক্ষ্যেই পুর্নগঠিত এসইসি কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বেশকিছু আইন প্রণয়ন করা হয়েছে। তবে এর সুফল পেতে একটু সময় লাগবে।
এসইসি সঠিক পথে এগুচ্ছে এমন দাবি করে এম খায়রুল হোসেন বলেন, গত কয়েকদিন পুঁজিবাজারে দরপতনে সরকার বিচলিত হয়ে পড়েছে।
তিনি বলেন, সরকার পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণ অনুসন্ধান করতে এসইসিকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে এসইসি কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে।
এসইসির চেয়ারম্যান জানান, বুধবার সকালে এনবিআর’র চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছে এসইসির একটি প্রতিনিধি দল। তাতে শেয়ারবাজারে বিনিয়োগকৃত অর্থ আগের মত করমুক্ত রাখা, মিউচুয়াল ফান্ডের উপর আরোপিত ১০ শতাংশ কর প্রত্যাহার করা, ব্রোকারেজ হাউজগুলোর উপর ১০ পয়সা আরোপিত কর কমিয়ে আগের মত ৫ পয়সা করার অনুরোধ জানানো হয়।
http://banglanews24.com/detailsnews.php?nssl=0ebf8ab72300320714488d4aa61daa74&nttl=2011101262639
No comments:
Post a Comment