Pages

Sunday, October 9, 2011

জীবন বীমার সঞ্চিত অর্থ পুঁজিবাজারে আনার প্রস্তাব [proposal for life insurance fund in Dhaka share market]

ঢাকা, অক্টোবর ৯ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবন বীমা তহবিলের সঞ্চিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন।  রোববার সকালে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে চেয়ারম্যান ও সদস্যদের সাথে দেখা করে এই প্রস্তাব দেয়া হয়।

এসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জীবন বীমা তহবিলের ২ হাজার কোটির বেশি টাকা ব্যাংকে পড়ে রয়েছে। এই টাকা কিভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করা যায়, সেটি নিয়ে আমরা কমিশনের সাথে আলোচনা করেছি।"
"কমিশন এক্ষেত্রে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা আমাদের একটি প্রস্তাব দিতে বলেছে। এর ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এখন আমরা সদস্যদের সাথে আলোচনা করে একটি প্রস্তাবনা তৈরী করব।"  আলোচনার সময় সভাপতির সঙ্গে এসোসিয়েশনের আরো দুই জন সদস্য উপস্থিত ছিলেন। 

No comments:

Post a Comment