Pages

Tuesday, October 25, 2011

করপোরেট গভর্নেন্স ও ইনসাইডার ট্রেডিং-সংক্রান্ত দুটি কমিটি গঠন

তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স যুগোপযোগীকরণ এবং পুঁজিবাজারে ইনসাইডার ট্রেডিং বন্ধ করার লক্ষ্যে পৃথক দুটি কমিটি গঠন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
সাইফুর রহমান বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্সের জন্য একটি গাইডলাইন রয়েছে। এই গাইডলাইনকে কীভাবে যুগোপযোগী, জবাবদিহিমূলক ও আরও গতিশীল করা যায়, সে লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
এসইসির নির্বাহী পরিচালক মো. ফরহাদ আহমেদকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া কমিটির অন্য দুজন সদস্য হলেন নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান ও পরিচালক মাহমুদুল হক। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন কমিশনের কাছে পেশ করতে বলা হয়েছে।
এ কমিটি করপোরেট গভর্নেন্সের গাইডলাইনটি পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করবে বলে জানান ফরহাদ আহমেদ।
সাইফুর রহমান আরও বলেন, পুঁজিবাজারে ইনসাইডার ট্রেডিং (সুবিধাভোগী ব্যবসা) কীভাবে বন্ধ করা যায় এবং এ-সংক্রান্ত বিধিমালা আরও যুগোপযোগী করার লক্ষ্যে আরও একটি কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যবিশিষ্ট এই কমিটিরও আহ্বায়ক এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ। অন্য দুই সদস্য হলেন নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান ও নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম। এ কমিটি ৩০ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন পেশ করবে কমিশনের কাছে।
সাইফুর রহমান বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সুবিধাভোগী ব্যবসা নিয়ম নিষিদ্ধকরণ বিধিমালা ১৯৯৫-কে আরও যুগোপযোগী ও গতিশীল করা যায়, সে লক্ষ্যে কমিটি বিধিমালার সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন করবে।
বাজারে প্রায়ই ইনসাইডার ট্রেডিং হয়ে থাকে। তাই ইনসাইডার ট্রেডিং বন্ধের লক্ষ্যে এ কমিটি কাজ করবে।

No comments:

Post a Comment