Pages

Friday, October 14, 2011

৫ হাজার কোটি টাকা ঋণ দেবে FAS Finance

২০১৩ সালের মধ্যে বাড়ি-গাড়ি কেনার জন্য প্রায় ৫ হাজার কোটি টাকা ঋণ দেয়ার পরিকল্পনা করেছে এফএএস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সবার ক্রয়ক্ষমতার মধ্যে বাড়ি-গাড়ি কেনার সুবিধা দিতে গাড়ি-বাড়ি লোন মেলার আয়োজন উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। নিটল-নিলয় গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এফএএসের উদ্যোগে শুরু হচ্ছে এ মেলা। ১৫ অক্টোবর রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে এ মেলা শুরু হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ। তিনি মেলার বিষয়ে বিস্তারিত জানান। উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপের উপদেষ্টা হাবিবুর রহমান, এফএএসের ব্যবস্থাপনা পরিচালক মফিজ উদ্দিন চৌধুরী, নিটল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক লুত্ফর রহমান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশ শাখার প্রধান পরিচালন কর্মকর্তা রাজেশ কুমার সিং।
আবদুল মাতলুব আহমদ জানান, আগামী বছরের মার্চ নাগাদ ৭০০ কোটি টাকা ঋণ দেবে এফএএস। ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে ২ হাজার ৫০০ কোটি এবং ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে ৫ হাজার কোটি টাকা ঋণ দেয়ার পরিকল্পনা করেছে তার এ প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, পূবালী ব্যাংক লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সহায়তা করবে তাদের।
গাড়ি-বাড়ি লোন মেলা চলবে বছরব্যাপী। প্রতি শনিবার হোটেল অবকাশে এ মেলা বসবে। এ ছাড়া পর্যায়ক্রমে দেশের ১৬টি শহরে আয়োজন করা হবে গাড়ি-বাড়ি লোন মেলা। মেলায় ক্রেতাদের জন্য থাকবে নিশ্চিত মূল্য ছাড়, বিনামূল্যে আইনি পরামর্শ ও বিশেষজ্ঞ মতামতের ব্যবস্থা। মোট ১০টি স্টল থাকবে এ মেলায়। এর মধ্যে টাটা ন্যানো, টাটা এস পিকআপ ও নিটল গ্রুপের জন্য বরাদ্দ থাকবে তিনটি স্টল। বাকি সাতটি স্টলে পর্যায়ক্রমে দেশের খ্যাতনামা বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানকে দেয়া হবে বলে জানা গেছে।

News Source


No comments:

Post a Comment